আন্তর্জাতিক

আফগানিস্তানে ভূমিকম্পে ২ শতাধিক মানুষের মৃত্যু  

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত দুই শতাধিক মানুষ মারা গেছেন। আহত হয়েছেন আরো অনেক। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার তৎপরতা।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রবিবার (৩১ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর অন্তত আরো তিনটি কম্পন অনুভূত হয়েছে। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২ এর মধ্যে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েক সেকেন্ড কম্পন টের পাওয়া যায়। প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মোবাইল ফোন সিগন্যাল সীমিত থাকায় হতাহতের পূর্ণ তথ্য পাওয়া সম্ভব হচ্ছে না।

প্রাথমিক তথ্য অনুযায়ী, লাঘমান ও নাঙ্গারহর প্রদেশে মোট ৩৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে লাঘমান প্রদেশে ৮০ জন এবং নাঙ্গারহর প্রদেশে ২৫০ জন আহত হয়েছেন।

কুনার প্রদেশের পরিস্থিতি আরো গুরুতর এবং ওই এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে বিবিসি জানিয়েছে, কুনারের এক গ্রামে ২০ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা এখনও কার্যক্রম চালাচ্ছে এবং হতাহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে।

এর আগে আফগানিস্তান ভূমিকম্পে বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারান। ২০২৩ সালের অক্টোবর মাসে পশ্চিম আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পে ২ হাজারের বেশি মানুষ মারা যান।