আন্তর্জাতিক

যে কথাটি ট্রাম্প সবচেয়ে বেশি বলেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায়ই একটি বাক্যাংশ ব্যবহার করেন। এই যেমন ধরুন, তিনি যখন যুক্তরাষ্ট্র একটি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে তথ্য জানাচ্ছিলেন, তখন বলেছিলেন, ‘এর মতো কেউ আগে কখনো দেখেনি।’ আবার আইনশৃঙ্খলার কথা বলতে গিয়ে বলেছেন,  ওয়াশিংটনে সামরিক বাহিনীকে ব্যবহারের ফলে অপরাধ ‘এত কমিয়ে আনা হয়েছে যা আমরা এখানে কখনো দেখিনি।’ কিংবা তার নেতৃত্বে অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা যখন আসে, তখন তিনি বলেছেন, ‘আমরা আগে কখনো এর মতো কিছু দেখিনি।’

ট্রাম্প যখনই তার কর্মকাণ্ড নিয়ে কথা বলেন, তখন এত প্রশংসা করেন যে, এগুলো একটু ভালো বা একটু খারাপ হয় না। বরং এগুলো সবসময় এত ভালো যে মানব ইতিহাসের ইতিহাসে আগে কখনো লিপিবদ্ধ হয়নি।

ট্রাম্প তার কথাবার্তার মাধ্যমে নিজেকে নায়ক এবং তার রাজনৈতিক প্রতিপক্ষরা খলনায়ক হিসাবে উপস্থাপন করেন। তার সাফল্য তার চোখে কিংবদন্তি এবং দেশের সমস্যাগুলো হল জরুরি সংকট, যার জন্য তাকে ক্ষমতা সুসংহত করতে এবং কঠোর পদক্ষেপ নিতে হবে।

মিসৌরি স্টেট ইউনিভার্সিটির যোগাযোগ বিষয়ক অধ্যাপক ব্রায়ান অট বলেন, “তিনি (ট্রাম্প) যেভাবে কথা বলেন তা তার শাসনের পদ্ধতির রূপান্তর। চরম প্রতিক্রিয়ার জন্য, সবকিছুরই একটি চরম প্রেক্ষাপট প্রয়োজন।”

অবশ্য হোয়াইট হাউসের মুখপাত্র লিজ হিউস্টন ট্রাম্পের বাক্য ব্যবহারের ধরণ নিয়ে প্রশংসা করেছেন।

তিনি বলেছেন, “পুনরাবৃত্তি যেকোনো ভালো বার্তার মূল চাবিকাঠি এবং প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার রাজনীতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ যোগাযোগকারী।”

প্রেসিডেন্টের বক্তব্যের তথ্য সংরক্ষণাগার রোল কল ফ্যাক্টবা ডট এসই অনুসারে, ট্রাম্প চলতি বছর ১৯৪ বার ‘এর মতো কেউ আগে কখনো দেখেনি’ বাক্যাংশটির কিছু সংস্করণ ব্যবহার করেছেন (যেমন- ‘এর মতো কিছু কখনো হয়নি’ অথবা ‘এরকম সংখ্যা কেউ কখনো দেখেনি’)। সংখ্যাটি ট্রাম্পের শেষ দুটি নির্বাচনী প্রচারণায় একই বাক্যাংশটির ব্যবহারের চেয়ে কম। ২০১৯ সালে মাত্র ৯০বার, ২০১৮ সালে ৭৭ বার এবং ২০১৭ সালে ৪৮ বার তিনি এই বাক্যাংশ ব্যবহার করেছিলেন।