নেপালে চলমান জেন জি আন্দোলন আরো উত্তপ্ত হয়ে উঠেছে। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় রাজনৈতিক নেতাদের বাড়িঘরে বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং বিরোধীদলীয় শীর্ষ নেতাদের বাড়িতেও হামলা হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।
দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে গতকাল সোমবার নতুন প্রজন্মের নেতৃত্বে আন্দোলন শুরু হলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৯ জন তরুণ নিহত হন। এতে ক্ষোভ আরো ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমন করতে কর্তৃপক্ষ বলপ্রয়োগ করায় সাধারণ মানুষ ব্যাপক বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়।
নেপাল সরকার আজ মঙ্গলবার ফেসবুক–ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও প্ল্যাটফর্মের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেও বিক্ষোভকারীরা কারফিউর মধ্যে রাস্তায় নেমে আসেন। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মন্ত্রী, রাজনৈতিক নেতাদের বাড়ি ও প্রধান প্রধান দলের কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ শুরু করেন।
বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট রাম চন্দ্র পুডেল ও প্রধানমন্ত্রী ওলির বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কুমার দাহাল প্রচন্ড ও শের বাহাদুর দেউবা এবং জ্বালানিমন্ত্রী দীপক খাডকার বাসভবনেও বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে।
নেপালি কংগ্রেসের সদরদপ্তরেও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়াও বিভিন্ন এলাকায় মুখ্যমন্ত্রী, প্রাদেশিক মন্ত্রী ও আরো বহু নেতার বাড়িঘর বিক্ষোভকারীদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তাব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।