আন্তর্জাতিক নিন্দা, সমালোচনা সবকিছুকে উপেক্ষা করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। উপত্যকায় সামরিক অভিযানের নামে নির্বিচারে বেসামরিক নাগরিকদের হত্যা করে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৭৯ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি যুদ্ধে মোট ৬৬ হাজার পাঁচ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৬৮ হাজার ১৬২ জন আহত হয়েছেন। এদের অধিকাংশই নারী ও শিশু।
যেসব ফিলিস্তিনি গাজা ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছে তাদের ওপরেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলায় নিহত এক শিশুর বাবা জানিয়েছেন, ইসরায়েলি সেনাবাহিনী যে পথটিকে নিরাপদ ঘোষণা করেছিল সেই পথেই হামলা চালানো হচ্ছে।
তিনি বলেন, “আমাদের পরিবারের উপর ইসরায়েলি আর্টিলারি শেল আছড়ে পড়ায় আমরা অবাক হয়ে যাই। আমি ছয় মেয়ে এবং এক ছেলের জনক। আমার এক মেয়ে নিহত হয়েছে, অন্য দুইজন এবং ছেলে আহত হয়েছে। আমরা মৃত্যু থেকে পালাতে গিয়ে মৃত্যুর দিকে ছুটে যাচ্ছি, আরো হত্যার দিকে ছুটে যাচ্ছি।”