আন্তর্জাতিক

ফিলিপাইনে ৭.৪ মাত্রার ভূমিকম্প

ফিলিপাইনের দক্ষিণ উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় ফিলিপাইন এবং ইন্দোনেশিয়ান কর্তৃপক্ষ সুনামির সতর্কতা জারি করেছে বলে শুক্রবার জানিয়েছে বিবিসি।

ফিলিপাইনের মধ্য ও দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহরগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। কর্তৃপক্ষ স্বাভাবিক জোয়ারের মাত্রার চেয়ে এক মিটার বেশি উঁচু ঢেউয়ের সতর্কবার্তা দিয়েছে।

শুক্রবার সকালে ভূমিকম্পে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে, যার ফলে দেশের কিছু অংশে বিদ্যুৎ বিচ্ছিন্নতা এবং ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে।

ফিলিপাইনের কেন্দ্রীয় সেবু প্রদেশে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ৭৪ জন নিহত এবং শত শত আহত হওয়ার এক সপ্তাহেরও বেশি সময় পর সর্বশেষ ভূমিকম্পটি ঘটে।

স্থানীয় গণমাধ্যমের ফুটেজে দেখা গেছে, ৭ দশমকি ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানার মুহূর্তে যানবাহন থেমে গেছে। ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে দাভাও শহরের একটি হাসপাতালের বাইরে লোকজনকে আতঙ্কিত অবস্থায় ছুটোছুটি করতে দেখা গেছে।

দাভাও ওরিয়েন্টাল প্রদেশের গভর্নর এডউইন জুবাহিব ফিলিপাইনের সম্প্রচারক ডিজেডএমএমকে বলেছেন, “কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এটি খুব শক্তিশালী ছিল।”