আন্তর্জাতিক

পাসপোর্ট সূচকে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ

বৈশ্বিক পাসপোর্ট সূচকে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্যভিত্তিক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্স-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। চলতি বছর তিন ধাপ পিছিয়ে বাংলাদেশ ১০০তম অবস্থানে নেমে এসেছে। এই পরিস্থিতিতে ৩৮টি দেশে ভিসামুক্ত যাতায়াত করতে পারবেন বাংলাদেশের যাত্রীরা। এই অবস্থানে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে আছে উত্তর কোরিয়া।

যে দেশগুলোতে বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসামুক্ত যাতায়াত করতে পারবেন, সেগুলো হচ্ছে- বাহামা, বার্বাডোজ, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কম্বোডিয়া, কেপ ভার্দ আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামেইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্তসেররাত, মোজাম্বিক, নেপাল, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেইন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনেস, গাম্বিয়া, তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু ও ভানুয়াতু।

তালিকায় ৯৯তম অবস্থানে রয়েছে ফিলিস্তিন, লিবিয়া ও ইরিত্রিয়া। বাংলাদেশের পেছনে থাকা দেশগুলো হচ্ছে- নেপাল (১০১ তম), সোমালিয়া (১০২ তম), পাকিস্তান (১০৩ তম), ইয়েমেন (১০৩ তম), ইরাক (১০৪ তম), সিরিয়া (১০৫ তম) এবং আফগানিস্তান (১০৬ তম)।