আন্তর্জাতিক

বিহারে জয় পেলো বিজেপির জোট

ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ। শুক্রবার নির্বাচন কমিশন নির্বাচনের ফল ঘোষণা করেছে।

প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, রাজ্যের ২৪৩ আসনের মধ্যে এনডিএ পেয়েছে ২০৫টি, মহাগঠবন্ধন পেয়েছে ৩১টি এবং অন্যান্য দলগুলো পেয়েছে ছয়টি আসন। সরকার গঠনের জন্য এনডিএ-এর প্রয়োজন ছিল ১২২টি আসন।

জয় নিশ্চিত হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে বিহারবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে এক ভাষণে তিনি বিহারের পর পশ্চিমবঙ্গ থেকে মমতা ব্যানার্জির দলের উৎখাত হবে বলে হুঙ্কার দিয়েছেন।

মোদি বলেছেন, “বাংলা জয়ের পথ প্রশস্ত করল বিহার। বিহারের মতো বাংলা থেকেও জঙ্গলরাজ উপড়ে ফেলা হবে।”

কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেছেন,“বিহারের ভোটে আমাদের যত জন জিতেছেন, গত ছয়টা বিধানসভা মিলিয়েও কংগ্রেসের এতোজন জিততে পারেননি। কংগ্রেস হল মুসলিম লীগ মাওবাদী কংগ্রেস পার্টি। কংগ্রেসের ভিতর এত নিরাশা যে, দলে নতুন ভাগ তৈরি হচ্ছে। আবার বিভাজন হবে। কংগ্রেসের সঙ্গে যারাই জোট করবে, তাদেরই এর ফল ভুগতে হবে। কংগ্রেস একটা বোঝা হয়ে গিয়েছে।”