আন্তর্জাতিক

বাংলাদেশের নির্বাচনের খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে

বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের খবর শিরোনাম হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে। বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণার পরপর সংবাদমাধ্যমগুলোর শিরোনামে চলে আসে বাংলাদেশ।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, গণতান্ত্রিক শাসন পুনরুদ্ধার, রপ্তানিমুখী পোশাক শিল্পের ক্ষতির পর অর্থনীতি পুনরুজ্জীবিত করা, নয়াদিল্লির হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে তিক্ত হয়ে পড়া বিশাল প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক পুনরুদ্ধার করা - দুর্নীতি মোকাবেলা করা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন টাইমস শিরোনাম করেছে, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে।’

পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিউবিউনের শিরোনাম ছিল, ‘বাংলাদেশের জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি।

অধিকাংশ ভারতীয় সংবাদমাধ্যমগুলোর শিরোনাম ছিল একই। টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে শিরোনাম করেছে-‘শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশে প্রথমবারের মতো ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।’