আন্তর্জাতিক

গাজায় হামাসের সিনিয়র কমান্ডার নিহত

ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটিতে একটি গাড়িতে হামলা চালিয়ে হামাসের সিনিয়র কমান্ডার রায়েদ সাঈদকে হত্যা করেছে। সূত্রের বরাত দিয়ে বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যম শনিবার এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, হামলায় চারজন নিহত এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে সাঈদ আছেন কিনা তা হামাস বা চিকিৎসকদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা সিটিতে একজন সিনিয়র হামাস কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে ওই হামাস কমান্ডারের নাম বা বিস্তারিত কিছু তারা জানায়নি।

যদি সাইদ নিহত হন, তাহলে অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এটি হবে প্রথম একজন সিনিয়র হামাস নেতার হত্যাকাণ্ড।

একজন ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, সাইদকে আক্রমণে লক্ষ্যবস্তু করা হয়েছে, তিনি তাকে হামাসের অস্ত্র উৎপাদনকারী বাহিনীর প্রধান হিসেবে বর্ণনা করেছেন।

হামাস সূত্র তাকে ইজ্জলদীন আল-হাদাদের পরে গ্রুপের সশস্ত্র শাখার সেকেন্ড-ইন-কমান্ড হিসেবেও বর্ণনা করেছে।

ওই সূত্রগুলো জানিয়েছে, সাঈদ হামাসের গাজা সিটি ব্যাটালিয়নের প্রধান ছিলেন।