বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক্স-এ এক পোস্টে মোদি এ দাবি করেছেন।
মোদি তার পোস্টের কোথাও বাংলাদেশের নাম নেননি। তিনি বরং একে বলেছেন ‘ভারতের ঐতিহাসিক বিজয়।’
মোদি লিখেছেন, “বিজয় দিবসে আমরা সেই সাহসী সৈনিকদের স্মরণ করি যাদের সাহস এবং আত্মত্যাগের ফলে ১৯৭১ সালে ভারত ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল। তাদের দৃঢ় সংকল্প ও নিঃস্বার্থ সেবা আমাদের জাতিকে রক্ষা করেছিল এবং আমাদের ইতিহাসে গর্বের মুহূর্ত স্থাপন করেছিল।”
তিনি লিখেছেন, “এই দিনটি তাদের বীরত্বের প্রতি শ্রদ্ধা এবং তাদের অতুলনীয় চেতনার স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে। তাদের বীরত্ব ভারতীয়দের প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রাণিত করে।”
২০২৪ সালের বিজয় দিবসেও মোদি প্রায় একই পোস্ট করেছিলেন। ওই পোস্টেও তিনি বাংলাদেশের বিজয় দিবসকে ভারতের ঐতিহাসিক বিজয় দিবস বলে দাবি করেছিলেন।
দুই-একটি শব্দ ঘুরিয়ে ফিরিয়ে মোদি লিখেছিলেন, “আজকের এই বিজয় দিবসে, সেইসব নির্ভীক সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই, যারা ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রেখেছিল। তাদের দৃঢ় সংকল্প ও নিঃস্বার্থ আত্মোৎসর্গ জাতিকে করেছে সুরক্ষিত এবং বয়ে এনেছে গৌরব। তাদের অসামান্য বীরত্ব ও অবিচল মনোবলের প্রতি সম্মান জানাতেই আজকের দিন। তাদের আত্মত্যাগ প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা যোগাবে এবং ইতিহাসে লেখা থাকবে।”