অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের একটি উৎসবে সশস্ত্র হামলাকারী বাবা ও ছেলে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের(আইএস) এর আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন। তারা হামলার আগে ফিলিপাইন সফর করেছিলেন বলে মঙ্গলবার জানিয়েছে অস্ট্রেলীয় পুলিশ।
রবিবার বন্ডি সৈকতে হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২২ জন। হামলাকারী সাজিদ আকরাম ভারতীয় পাসপোর্টধারী এবং তার ছেলে নাভিদ আকরাম অস্ট্রেলিয়ার পাসপোর্টধারী। পুলিশের পাল্টা গুলিতে নাভিদ গুরুতর আহত হয়েছেন এবং তার বাবা সাজিদ নিহত হয়েছেন। নাভিদ পেশায় ছিলেন রাজমিস্ত্রি এবং তারা বাবা সাজিদ ছিলেন ফল বিক্রেতা।
অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে, বাবা–ছেলে দুজনই গত মাসে ফিলিপাইন সফর করেছিলেন। সফরের উদ্দেশ্য এখনো তদন্তাধীন।
ফিলিপাইনের অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, সাজিদ ও নাভিদ ১ নভেম্বর ম্যানিলায় যান এবং সেখান থেকে দাভাওতে যান। ২৮ নভেম্বর তারা অস্ট্রেলিয়ায় ফিরে যান।
অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের কমিশনার ক্রিসি ব্যারেট সংবাদ সম্মেলনে বলেছেন, “প্রাথমিক ইঙ্গিত বলছে, এটি ইসলামিক স্টেটের মাধ্যমে অনুপ্রাণিত একটি সন্ত্রাসী হামলা, যা একজন বাবা ও তার ছেলে সংঘটিত করেছে বলে অভিযোগ রয়েছে। এগুলো কোনো ধর্মের কাজ নয়, এগুলো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে নিজেদের যুক্ত করা ব্যক্তিদের কাজ।”