আন্তর্জাতিক

ভারতে ট্রেন দুর্ঘটনায় ৭ হাতির মৃত্যু

উত্তর-পূর্ব ভারতে দিল্লিগামী একটি ট্রেনের সাথে একটি পালের সংঘর্ষে সাতটি হাতি মারা গেছে। এছাড়া একটি হাতি আহত হয়েছে। শনিবার জেলা পুলিশ প্রধান ভিভি রাকেশ রেড্ডি এ তথ্য জানিয়েছেন।

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে এক বিবৃতিতে জানিয়েছে, আসাম রাজ্যের হোজাই জেলায় এ ঘটনা ঘটেছে। এটি এমন একটি স্থানে ঘটেছে যা হাতির করিডোর নয়।

সংস্থাটি জানিয়েছে, লোকোমোটিভ পাইলট হাতির পালটিকে দেখে জরুরি ব্রেক চাপিয়েছিলেন। কিন্তু হাতিরা ট্রেনের দিকে ছুটে যায়।

স্থানীয় সময় শুক্রবার রাত ২টা ১৭ মিনিটের দিকে এ সংঘর্ষের ফলে লোকোমোটিভ এবং ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। তবে কোনো ব্যক্তি আহত হননি।

রেলওয়ে বলেছে, “ওই অংশ দিয়ে যাওয়ার জন্য নির্ধারিত ট্রেনগুলোকে অন্য লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পুনরুদ্ধারের কাজ চলছে।”