সৌদি আরব নীরবে তাদের একমাত্র মদের দোকানে প্রবেশাধিকার বৃদ্ধি করেছে। এটি একসময়ের অতি রক্ষণশীল রাজ্যের উদারীকরণের পরীক্ষা-নিরীক্ষার সর্বশেষ পদক্ষেপ বলে রবিবার মন্তব্য করেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
বার্তা সংস্থাটি জানিয়েছে, মদের দোকানে প্রবেশাধিকার বৃদ্ধির সিদ্ধান্তের কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখননো আসেনি। তবে রাজধানী রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে অবস্থিত গোপন, অচিহ্নিত দোকানটিতে গাড়ি এবং মানুষের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।
ইসলামের পবিত্রতম স্থানগুলোর আবাসস্থল সৌদি আরব ১৯৫০ এর দশকের গোড়ার দিকে থেকে মদ নিষিদ্ধ করে। ২০২৪ সালের জানুয়ারিতে অমুসলিম কূটনীতিকদের জন্য দোকানটি খোলা হয়েছিল। নতুন নিয়ম অনুসারে প্রিমিয়াম রেসিডেন্সিধারী অমুসলিম বিদেশীরা মদ কিনতে পারবেন। রেসিডেন্সি পারমিট বিশেষ দক্ষতা সম্পন্ন বিদেশী, বিনিয়োগকারী এবং উদ্যোক্তাদের দেওয়া হয়ে থাকে।
সৌদি আরবের কার্যত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তার বাবা, বাদশাহ সালমান দেশটিতে এক নাটকীয় উদারীকরণ নীতি অনুসরণ করেছেন, যার লক্ষ্য পর্যটন আকর্ষণ করা, আন্তর্জাতিক ব্যবসা বৃদ্ধি করা এবং অপরিশোধিত তেলের উপর অর্থনৈতিক নির্ভরতা হ্রাস করা।
ইসলামী শরিয়া আইন মেনে চলা এই দেশটি সিনেমা হল খুলেছে, নারীদের গাড়ি চালানোর অনুমতি দিয়েছে এবং বড় বড় সঙ্গীত উৎসব আয়োজন করেছে। কিন্তু রাজনৈতিক বক্তব্য এবং ভিন্নমত কঠোরভাবে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, যার শাস্তি মৃত্যুদণ্ড।