আন্তর্জাতিক

মেয়েকে নিয়ে হোটেলে হোটেলে ঘুরছেন কিম জং উন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার মেয়ে জু এই-কে নিয়ে দেশটির একটি পর্যটন অঞ্চলে একাধিক হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এর মাধ্যমে তিনি আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া একটি গুরুত্বপূর্ণ দলীয় কংগ্রেসের আগে দেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরার চেষ্টা করছেন। মঙ্গলবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

চীন সীমান্তের কাছে কোরীয় উপদ্বীপের উত্তর-পূর্ব অংশে অবস্থিত উত্তর কোরিয়ার সামজিওন পর্যটন অঞ্চলে শনিবার এবং রবিবার পাঁচটি হোটেল চালু করা হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

শনিবার অনুষ্ঠানে যোগদানকারী কিম জু এই-কে নিয়ে অভিজাত হোটেলগুলো ঘুরে দেখেন। কিছু বিশ্লেষক কিমের কিশোরী কন্যাকে দেশের পরবর্তী নেতা হওয়ার জন্য অগ্রণী হিসেবে দেখছেন।

কেসিএনএ অনুসারে, কিম বলেছেন, হোটেলগুলো “আমাদের জনগণের উত্থানশীল মর্যাদা এবং আমাদের দেশের উন্নয়ন সম্ভাবনার স্পষ্ট প্রমাণ।”

উত্তর কোরিয়া ২০২৬ সালের শুরুতে পাঁচ বছরের মধ্যে প্রথম দলীয় কংগ্রেস আয়োজন করবে বলে আশা করা হচ্ছে। এই কংগ্রেসে পরবর্তী পাঁচ বছরের জন্য একটি নতুন উন্নয়ন পরিকল্পনা উন্মোচন করা হবে বলে আশা করা হচ্ছে। রোডং সিনমুনের মতো রাষ্ট্রীয় গণমাধ্যম সমাবেশের আগে বড় প্রকল্পগুলো সম্পন্ন করার জন্য সর্বাত্মক জনসাধারণের প্রচেষ্টার আহ্বান জানিয়েছে।