অধিকৃত পশ্চিম তীরে রাস্তার পাশে নামাজরত এক ফিলিস্তিনি ব্যক্তির উপর গাড়ি চালিয়ে দিয়েছে এক ইসরায়েলি রিজার্ভ সেনা। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে শুক্রবার জানিয়েছে রয়টার্স।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, একজন সশস্ত্র ব্যক্তিকে এক ফিলিস্তিনি ব্যক্তির উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার ফুটেজ পাওয়া গেছে। ওই ব্যক্তি একজন রিজার্ভ সেনা। এই ঘটনার পরে তাকে বরখাস্ত করা হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, রিজার্ভ সেনা ‘তার কর্তৃত্বের গুরুতর লঙ্ঘন’ করেছে এবং তার অস্ত্র জব্দ করা হয়েছে।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ওই সেনাকে গৃহবন্দী রাখা হয়েছে।
ইসরায়েলি পুলিশ তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধের জবাব দেয়নি।
ফিলিস্তিনি টিভিতে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, বেসামরিক পোশাক পরা এক ব্যক্তি কাঁধে বন্দুক ঝুলিয়ে রাস্তার পাশে নামাজরত এক ব্যক্তির উপর একটি অফ-রোড গাড়ি চালিয়ে দিচ্ছে।
জাতিসংঘের তথ্য অনুসারে, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বেসামরিক হামলার রেকর্ডে চলতি বছরটি ছিল সবচেয়ে সহিংস বছরগুলোর মধ্যে একটি, যেখানে ৭৫০ জনেরও বেশি আহত হয়েছেন।
জাতিসংঘের মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ১৭ অক্টোবরের মধ্যে পশ্চিম তীরে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যার বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর অভিযানে এবং কিছু বসতি স্থাপনকারীদের সহিংসতায়।