আন্তর্জাতিক

তাইওয়ানে ৭ মাত্রার ভূমিকম্প

তাইওয়ানে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার রাাতে তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলীয় শহর ইলান থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে এই ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

তাইওয়ানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৭৩ কিলোমিটার। রাজধানী তাইপে-এর ভবনগুলো ভূমিকম্পের পর কেঁপে উঠেছিল।

জাতীয় অগ্নিনির্বাপন বিভাগ জানিয়েছে, ক্ষয়ক্ষতির মাত্রা নির্ধারণে কাজ চলছে।

তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছাকাছি অবস্থিত এবং ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে এক ভূমিকম্পে শতাধিক মানুষ নিহত হয়েছিল। ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ২০০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল।