আন্তর্জাতিক

মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প

দক্ষিণ মেক্সিকোতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে রাস্তাঘাট ও হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রয়টার্স।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কাছে গুয়েরেরোর ৩৫ কিলোমিটার (২২ মাইল) গভীরতায় আঘাত হেনেছে।

স্থানীয় সময় দুপুর পর্যন্ত, মেক্সিকোর ভূকম্পন বিভাগ ৪২০টি আফটারশক রেকর্ড করেছে, যার মধ্যে সবচেয়ে শক্তিশালীটি ছিল ৪ দশমিক ৭ মাত্রার।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোতের গভর্নর এভলিন সালগাদো জানিয়েছেন, ভূমিকম্পে ৫০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। 

স্থানীয় গণমাধ্যম আরো জানিয়েছে, মেক্সিকো সিটিতে ৬৭ বছর বয়সী এক ব্যক্তি তার অ্যাপার্টমেন্ট ভবনটি খালি করার চেষ্টা করার সময় সিঁড়ি দিয়ে নামার সময় মারা গেছেন।

কর্তৃপক্ষ গুয়েরেরো রাজ্যের আশেপাশে মহাসড়কের উপর ভূমিধস, গ্যাস লিকেজ এবং ঘরবাড়ি, সরকারি ভবন এবং হাসপাতালের ক্ষতির খবর দিয়েছে।

রাজধানী মেক্সিকো সিটিতে অনলাইনে শেয়ার করা ভিডিওগুলিতে বাড়ির ভিতরে ফাটল দেখা গেছে, উঁচু ভবনগুলো কাঁপছে এবং এর নীচে একটি ট্র্যাফিক লাইট রাস্তায় ভেঙে পড়ছে। কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো বড় ক্ষয়ক্ষতির খবর দেয়নি।