ইরানের ক্ষমতাচ্যুত শাসক রেজা শাহ পাহলভির ছেলে বিক্ষোভকারীদের দেশের শহরগুলোর কেন্দ্রস্থল দখলের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার এক্স-এ এক পোস্টে তিনি এ আহ্বান জানিয়েছেন।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে ক্ষমতাচ্যুত হন রেজা শাহ পাহলভি। তিনি পশ্চিমাদের ইরানের তেল লুটপাটের সুযোগ করে দিয়েছিলেন। তবে তার ক্ষমতাচ্যুতির পরে পশ্চিমাদের সেই লুটপাটের দরজা বন্ধ হয়ে যায়। তার ছেলে রেজা বর্তমানে যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনের আর্থিক সহায়তায় আয়েসী জীবন-যাপন বাস করছেন।
শনিবার রেজা লিখেছেন, “আমাদের লক্ষ্য আর কেবল রাস্তায় নেমে আসা নয়। লক্ষ্য হল শহরের কেন্দ্রগুলো দখল করে সেগুলো ধরে রাখার জন্য প্রস্তুতি নেওয়া।”
তিনি শুক্রবার ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের ‘চমৎকার’ উপস্থিতির প্রশংসা করেছেন। শনিবার এবং রবিবার ইরানিদের আরো বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, অর্থনৈতিক অস্থিতিশীলতার বিরুদ্ধে গত ১৪ দিন ধরে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। শুরুতে ছোট আকারেও হলেও এখন সেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজধানী তেহরানসহ শতাধিক শহরে। শুক্রবারও অব্যাহত থাকা সরকারবিরোধী বিক্ষোভ কয়েক ডজন শহরে সংঘটিত হয়েছে, দুটি মানবাধিকার গোষ্ঠী জানিয়েছে যে কমপক্ষে ৫০ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।