আন্তর্জাতিক

শক্তিশালী পাসপোর্ট সূচকে ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের সূচকে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশের পাসপোর্ট। মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্স-এর হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, এই সূচকে গত বছর অর্থাৎ ২০২৫ সালে বাংলাদেশি পাসপোর্টের অবস্থান ছিল ১০০তম। ২০২৪ সালে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ছিল ৯৭তম। তবে চলতি বছর পাঁচ ধাপ এগিয়ে বাংলাদেশি পাসপোর্ট ৯৫তম অবস্থানে চলে এসেছে। সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা ২২৭টি দেশ ও অঞ্চলের মধ্যে ৩৭টি গন্তব্যে ভিসামুক্ত যাতায়াত করতে পারবেন।

হেনলি পাসপোর্ট সূচকের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, শক্তিশালী পাসপোর্ট তালিকায় প্রথম অবস্থানে রয়েছে সিঙ্গাপুর   এবং জাপান ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে। ২২৭টি দেশ ও অঞ্চলের মধ্যে ১৯২টিতে সিঙ্গাপুরবাসী ভিসামুক্ত প্রবেশাধিকার উপভোগ করে।

জাপান ও দক্ষিণ কোরিয়া ১৮৮টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশাধিকার পেয়েছে।

হেনলি তার অবস্থানে একই স্কোরসহ একাধিক দেশকে গণনা করেছে। তাই পাঁচটি ইউরোপীয় দেশ ৩ নম্বর অবস্থানে রয়েছে- ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ড। এদের সবার ১৮৬টি দেশ ও অঞ্চলে ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে।