আন্তর্জাতিক

জার্মান চ্যান্সেলরকে লজ্জিত হতে বললো ইরান

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জকে লজ্জিত হতে বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মঙ্গলবার মের্জের মন্তব্যের পর এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইরান।

মঙ্গলবার সকালে মের্জ বলেছিলেন, “আমরা এখন ইরানি শাসনের শেষ দিন এবং সপ্তাহগুলো প্রত্যক্ষ করছি। যখন একটি শাসন ব্যবস্থা কেবল সহিংসতার মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে পারে, তখন এটি কার্যকরভাবে তার শেষের দিকে। জনগণ এখন এই শাসনব্যবস্থার বিরুদ্ধে জেগে উঠছে।”

এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, “সব সরকারের মধ্যে, জার্মানি সম্ভবত মানবাধিকারের ক্ষেত্রে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে। কারণটি সহজ: গত কয়েক বছর ধরে এর স্পষ্ট দ্বিমুখী নীতি এর বিশ্বাসযোগ্যতাকে খণ্ড খণ্ড করে ফেলেছে।

ইরানি মন্ত্রী বলেন, “আমাদের সবার উপকার করুন: কিছুটা লজ্জা করু।”

প্রসঙ্গত, গত দুই সপ্তাহ ধরে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে সরকার কঠোন অবস্থান নিলে শত শত বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে হস্তক্ষেপ করার হুমকি দিয়েছেন।