আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে হুমকি ইরানের

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুমকি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে বেসামরিক নাগরিকদের ‘বিক্ষোভ অব্যাহত রাখার’ আহ্বান জানানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে দিয়ে বলেছেন, তার দেশ ‘অশুভ এবং বিদেশী হস্তক্ষেপের’ বিরুদ্ধে আত্মরক্ষা করবে।

বুধবার আরাঘচি এই সতর্কবার্তা দিয়েছেন বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাপের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আরাঘচি ইরানের অস্থিরতা সম্পর্কে কথা বলেছেন এবং ‘জোর দিয়েছেন যে শান্তি বিরাজ করছে।’

মন্ত্রণালয় বলেছে, “আমেরিকান কর্মকর্তাদের উস্কানিমূলক বক্তব্য ইরানের অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপ বলে বিবেচিত হয়, আরাঘচি যেকোনো অশুভ এবং বিদেশী হস্তক্ষেপের বিরুদ্ধে জাতীয় সার্বভৌমত্ব এবং দেশের নিরাপত্তা রক্ষার জন্য ইরানি জনগণের দৃঢ় সংকল্পের উপর জোর দিয়েছেন।”

প্রসঙ্গত, গত বছরের শেষ নাগাদ অর্থনৈতিক সঙ্কটের প্রতিবাদে ইরানে বিক্ষোভ শুরু হয়। গত দুই সপ্তাহ ধরে বিক্ষোভ সহিংস রূপ ধারণ করে। পশ্চিমা সংবাদমাধ্যমগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, বিক্ষোভে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। সোমবার ইরান জানিয়েছে, বিক্ষোভ পরিস্থিতি এখন শান্ত। বিক্ষোভকালে যারা দাঙ্গায় জড়িয়েছিল তাদেরকে বিচারের মুখোমুখি করার ঘোষণা দিয়েছে তেহরান। তবে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিক্ষোভকারীদের বিচার করলে ইরানকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।