আন্তর্জাতিক

কাতারের বিমান ঘাঁটি থেকে সেনা কমাচ্ছে যুক্তরাষ্ট্র

কাতারে অবস্থিত আল-উদেইদ বিমান ঘাঁটিতে সেনা সংখ্যা কমাচ্ছে যুক্তরাষ্ট্র। একে কর্মকর্তারা ‘সতর্কতামূলক ব্যবস্থা’ বলে অভিহিত করেছেন। বুধবার সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে। 

কাতার সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রতিক্রিয়ায়’ এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সরকারবিরোধী বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেবে। ইরান জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করলে তারা প্রতিশোধ নেবে।

আল উদেইদ মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন ঘাঁটি। সেখানে প্রায় ১০ হাজার সেনা রয়েছে।

একজন কূটনীতিক রয়টার্সকে বলেছেন, “এটি একটি অবস্থান পরিবর্তন, কোনো নির্দেশিত স্থানান্তর নয়।” তবে কী কারণে এই অবস্থান পরিবর্তন তা জানানতি ওই কূটনীতিক।

একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা এর আগে রয়টার্সকে জানিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্প ইরানে হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর তেহরান আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে দিয়েছিল যে ওয়াশিংটনের আক্রমণের ক্ষেত্রে তারা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাবে।