পাকিস্তানের করাচির এম এ জিন্নাহ সড়কের একটি বহুতল শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ফায়ার ফাইটারসহ অন্তত ছয়জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) রাতে গুল প্লাজা নামে ওই শপিংমলে আগুন লাগে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
রবিবার (১৮ জানুয়ারি) উদ্ধারকারী কর্মকর্তারা জানান, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিনির্বাপক কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
উদ্ধারকারী কর্মকর্তারা আরো জানান, ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়ার কারণে শ্বাসরোধ হয়ে ৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আহত ২০ জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে করাচি সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্মকর্তারা জানান, আগুন শপিং প্লাজার তৃতীয় তলা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ভবনটি আগুনে কাঠামোগতভাবে দুর্বল হয়ে পড়েছে ও যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে।
গুল প্লাজা ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, এখনো ৮০ থেকে ১০০ জন লোক ভবনের ভেতরে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
রেসকিউ ১১২২-এর মুখপাত্র হাসসানুল হাসিব খান জানান, আগুনের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা হুমায়ুন খান জানান, প্রায় ৪০ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুনের তীব্রতার কারণে উদ্ধারকর্মীরা ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না এবং ভবনের বিভিন্ন অংশ ও পিলার ধসে পড়তে শুরু করেছে। পুরো শহর থেকে ফায়ার টেন্ডার তলব করা হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ব্যক্তিদের সব ধরনের সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।