যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’-এ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখোর পাঠানো কিছু বার্তার স্ক্রিনশট শেয়ার করেছেন।
সেখানে দেখা যায়, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠক শেষ হওয়ার পরপরই ম্যাঁখো আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ট্রাম্পকে প্যারিস সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি ট্রাম্পকে জি-৭ বৈঠক ও নৈশভোজের প্রস্তাব দিয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পকে পাঠানো বার্তায় ম্যাঁখো জানান, তিনি বৃহস্পতিবার বিকেলে প্যারিসে একটি জি-৭ বৈঠকের আয়োজন করতে পারেন। ওই বার্তায় ম্যাক্রোঁ উল্লেখ করেন, গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্প আসলে কী করতে চাইছেন বা তার উদ্দেশ্য কী, সেটি তিনি বুঝতে পারছেন না।
ম্যাক্রোঁ আরো জানান, জি-৭ বৈঠকের ফাঁকে তিনি ইউক্রেন, ডেনমার্ক, সিরিয়া এবং রাশিয়ার প্রতিনিধিদেরও আলোচনার জন্য আমন্ত্রণ জানাতে পারেন।
বৃহস্পতিবার রাতে ট্রাম্পকে প্যারিসে নিজের সঙ্গে ডিনারের জন্যও আমন্ত্রণ জানান ফরাসি প্রেসিডেন্ট।
ম্যাঁখোর পাঠানো এই বার্তাগুলোর স্ক্রিনশট ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস করলেও কোনো মন্তব্য করেননি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই বিষয়ে হোয়াইট হাউজ এবং ম্যাঁখোর কার্যালয় থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ম্যাঁখোর ঘনিষ্ঠ একটি সূত্র রয়টার্সকে বলেছেন, ট্রাম্পের শেয়ার করা খুদেবার্তাগুলো সত্য ও নির্ভরযোগ্য।
গ্রিনল্যান্ড দখলে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিরোধিতাকারী দেশগুলোর ওপর ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির ঘটনায় ইউরোপ-যুক্তরাষ্ট্র সর্ম্পকে উত্তেজনা চলছে। এই সংকট নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাসেলসে ইউরোপীয় নেতাদের একটি জরুরি শীর্ষ বৈঠকে বসার কথা রয়েছে।