জাপানের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট আসোর কাছে তিন আরোহীসহ একটি পর্যটকবাহী হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। খবর বিবিসির।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, হেলিকপ্টারটি মঙ্গলবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০:৫২ মিনিটে আসো সিটির একটি চিড়িয়াখানা থেকে ১০ মিনিটের ভ্রমণের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল, কিন্তু আর ফিরে আসেনি।
বিকেল ৪টার দিকে মাউন্ট আসোর পাঁচটি চূড়ার অন্যতম ‘নাকাদাকে’র জ্বালামুখের ভেতর হেলিকপ্টারের মতো একটি বস্তু দেখতে পায় পুলিশের একটি হেলিকপ্টার। তবে সেটিই নিখোঁজ হেলিকপ্টার কি না, তা এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, হেলিকপ্টারটির ৬৪ বছর বয়সী পাইলট ৪০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ চালক ছিলেন। তার সঙ্গে থাকা দুই যাত্রী ছিলেন তাইওয়ানের একজন পুরুষ ও একজন নারী।
যুক্তরাষ্ট্রে তৈরি ‘রবিনসন আর-৪৪’ মডেলের হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার আগে ওইদিন আরো দুটি সফল সফর সম্পন্ন করেছিল। হেলিকপ্টারটির পরিচালনাকারী সংস্থা তাকুমি এন্টারপ্রাইজ জানিয়েছে, আগের দুটি ভ্রমণে কোনো সমস্যা দেখা দেয়নি।
মঙ্গলবার নাকাদাকে এলাকায় আবহাওয়া মেঘলা ছিল। মঙ্গলবার সন্ধ্যায় অনুসন্ধান অভিযান স্থগিত করা হলেও আজ বুধবার সকাল থেকে তা আবার শুরু হয়েছে।
জাপানি সংবাদমাধ্যম জিজি নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনার পর তাকুমি এন্টারপ্রাইজ তাদের সব হেলিকপ্টারের উড্ডয়ন বন্ধ রেখেছে।
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুমামোটো প্রিফেকচারে মাউন্ট আসোর আগ্নেয়গিরি অঞ্চল ওপর দিয়ে হেলিকপ্টার ভ্রমণ পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ।
এর আগে ২০২৪ সালে, তাকুমি এন্টারপ্রাইজেরই একটি হেলিকপ্টার মাউন্ট আসোর ওপর দিয়ে ওড়ার সময় জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল। ওই ঘটনায় তিন আরোহী আহত হন। মাউন্ট আসোতে সর্বশেষ ২০২১ সালের অক্টোবরে অগ্ন্যুৎপাত হয়েছিল।