গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। সেই নেতানিয়াহুকে গাজায় শান্তি স্থাপনের জন্য ‘শান্তি বোর্ডের’ সদস্য হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘যুদ্ধাপরাধী’ নেতানিয়াহু সেই আমন্ত্রণ বুধবার গ্রহণ করেছেন।
গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের অবসান ঘটাতে হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে তথাকথিত শান্তি বোর্ড প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। তার ধারণা, এই কমিটি ‘শাসন ক্ষমতা-নির্মাণ, আঞ্চলিক সম্পর্ক, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বৃহৎ আকারের তহবিল এবং মূলধন সংগ্রহ’ তত্ত্বাবধান করবে।
এই শান্তি বোর্ডে ইসরায়েলি নেতার অংশগ্রহণ বোর্ডের বস্তুনিষ্ঠতা নিয়ে উদ্বেগ যে আরো বাড়িয়ে তুলবে তা বলার অপেক্ষা রাখে না।
আল-জাজিরা সংবাদদাতা বলেছেন, “গাজার জন্য মার্কিন প্রেসিডেন্টের শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে এগিয়ে যাওয়ার জন্য ট্রাম্প প্রশাসনের যেকোনো প্রচেষ্টার পথে নেতানিয়াহুকে ফিলিস্তিনিরা বাধা হিসেবে দেখছেন। তারা বিশ্বাস করেন, নেতানিয়াহুর দ্বিতীয় ধাপে একমাত্র আগ্রহ হামাসের নিরস্ত্রীকরণ বাস্তবায়ন করা, অন্যদিকে তিনি তথাকথিত হলুদ রেখার বাইরে সেনা প্রত্যাহারে আগ্রহী নন।”