মাছ ধরার ট্রলার থেকে কোনোভাবে সমুদ্রে পড়ে গিয়েছিলেন ২২বছর বয়সী বাংলাদেশি মৎস্যজীবী আব্দুল মান্না। এরপর তীব্র ঠাণ্ডায় দীর্ঘক্ষণ সমুদ্র ভেসে থাকা। কতক্ষণ বা কতদিন সেটা নিজেও জানেন না মান্না। কিন্তু বেঁচে থাকার তাগিদে শুধুই ভেসে থাকা। অবশেষে উত্তাল সমুদ্রে ভাসতে থাকা অবস্থায় মান্নাকে উদ্ধার করেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী।
গোটা ঘটনার সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ইতিমধ্যেই দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে। তারা বলছে ঘটনাটি ১৮ জানুয়ারির। ওই দিন বাহিনীর টহলদারি জাহাজ কমলাদেবী আন্তর্জাতিক জলসীমা বরাবর টহল দিচ্ছিল। ওই সময় সমুদ্রে ভাসতে থাকা এক জীবিত মানুষকে দেখত পায় তারা। তাকে অত্যন্ত দ্রুততার সঙ্গে উদ্ধার করে উপকূল রক্ষী বাহিনীর সদস্যরা। উদ্ধারের পরেই বাহিনীর জাহাজে ও পরে বাহিনীর বিশেষায়িত হাসপাতালে দেওয়া হয় উন্নত চিকিৎসা।
জিজ্ঞাসাবাদে ওই মৎস্যজীবী জানান, তার নাম আব্দুল মান্না, বয়স ২২ বছর। উত্তাল সমুদ্রে নৌকা থেকে তিনি পড়ে গিয়েছিলেন।
মান্নার পরিচয় নিশ্চিত হওয়ার পর ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক মেরিটাইম চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে দিতে যোগাযোগ করা হয় বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে। ১৯ জানুয়ারি পরিচয় যাচাই করে মান্না ফিরিয়ে দেওয়া হয় বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনীর জাহাজ বিএনএস পদ্মার হাতে।