মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একজন ‘অসাধারণ ব্যক্তি’ হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি প্রেসিডেন্ট শি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন- উভয় নেতার সঙ্গেই তার দীর্ঘদনের সুসম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেছেন।
বুধবার (২১ জানুয়ারি) ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেওয়া ভাষণে ট্রাম্প এমন অকপট স্বীকারোক্তি দেন। খবর গাল্ফ নিউজের।
ট্রাম্প আরো জানান, শুরুতে তিনি কোভিড-১৯-কে ‘চায়না ভাইরাস’ বললেও পরে তা পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। তার মতে, এই নাম নিয়ে অযথা সমস্যা তৈরি করার কোনো কারণ নেই।
সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৫৬তম বার্ষিক সম্মেলনে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, “প্রেসিডেন্ট শি এবং প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার সব সময়ই খুব ভালো সম্পর্ক ছিল। চীনের প্রেসিডেন্ট শি একজন অসাধারণ মানুষ। তিনি যা করেছেন তা অবিশ্বাস্য। তিনি সবার কাছে অত্যন্ত শ্রদ্ধেয়। কোভিডের কারণে আমাদের সম্পর্কে বড় ধরনের ছেদ পড়েছিল। আমি একে চায়না ভাইরাস বলতাম, কিন্তু তিনি (শি) আমাকে নাম পরিবর্তনের অনুরোধ জানানোর পর আমি তা করতে রাজি হই। কারণ, এটি নিয়ে সমস্যা করার তো কোনো মানে হয় না।”
এদিকে, রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট আগামী এপ্রিলে তার চীন সফরের পরিকল্পনা নিশ্চিত করেছেন।
ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে তেল খাতের নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, “প্রেসিডেন্ট শি’র সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। আমি আগামী এপ্রিলে চীন সফরে যাচ্ছি।”
গত অক্টোবরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক ফোনালাপের পর ট্রাম্প জানান যে, তিনি ২০২৬ সালের এপ্রিলে চীন ভ্রমণের পরিকল্পনা করছেন। তিনি আরো যোগ করেন যে, পরবর্তীতে প্রেসিডেন্ট শি-ও যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে আসবেন।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট নভেম্বরের শুরুতে জানিয়েছিলেন যে, ২০২৬ সালে ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে মোট চারটি বৈঠক হতে পারে।
দুইটি রাষ্ট্রীয় সফর ছাড়াও, ফ্লোরিডার ডোরালে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলন এবং চীনের শেনজেনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরামের সাইডলাইনে এই দুই নেতা আলোচনায় বসতে পারেন।