আন্তর্জাতিক

এবার ট্রাম্পের মন্তব্যে চটেছে যুক্তরাজ্য

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আফগানিস্তানে যুদ্ধের সময় ন্যাটো সেনারা ‘সম্মুখ সারি থেকে কিছুটা দূরে’ ছিল। তার এই মন্তব্য ব্রিটিশ রাজনীতিবিদ এবং প্রবীণ সেনাদের পরিবারের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার ফক্স নিউজকে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, “যদি আমাদের কখনো প্রয়োজন হয় তখন ন্যাটোর সেনাদের পাশে পাব সে ব্যাপারে আমি নিশ্চিত নই।”

তিনি বলেছেন, “আমাদের কখনো তাদের প্রয়োজন হয়নি। আমরা কখনো তাদের কাছ থেকে কিছু চাইনি। তারা বলবে যে, তারা আফগানিস্তানে কিছু সেনা পাঠিয়েছে।  তারা তা করেছে এবং তারা কিছুটা পিছনে থেকেছে, সামনের সারির থেকে কিছুটা দূরে।”

ট্রাম্পের এই মন্তব্যে হতাশা প্রকাশ করেছে যুক্তরাজ্য। 

দেশটির স্বাস্থ্য ও সমাজসেবা মন্ত্রী স্টিফেন কিনক এই মন্তব্যগুলোকে ‘হতাশাজনক’ এবং ‘ভুল’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনোচ এগুলো ‘সরাসরি অর্থহীন’ বলে অভিহিত করেছেন।

৯/১১ সন্ত্রাসী হামলার পরবর্তীতে ন্যাটোর যৌথ নিরাপত্তা ধারা প্রয়োগের পর ২০০১ সাল থেকে আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রে যোগদানকারী বেশ কয়েকটি মিত্রের মধ্যে যুক্তরাজ্যও ছিল। এই সংঘাতে ৪৫৭ ব্রিটিশ সেনা নিহত হয়েছিল।

কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনোচ বলেছেন, “ব্রিটিশ, কানাডিয়ান এবং ন্যাটো সেনারা ২০ বছর ধরে আমেরিকার সঙ্গে একজোট হয়ে লড়াই করেছে এবং মারা গেছে। এটি একটি বাস্তবতা, মতামত নয়। তাদের আত্মত্যাগ সম্মানের যোগ্য, অবজ্ঞার নয়।”