ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টি সংক্রান্ত এটি চুক্তিপত্র সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার (২৫ জানুয়ারি) লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াস সফরের সময় এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। খবর রয়টার্সের।
জেলেনস্কি বলেন, “আমাদের কাছে নিরাপত্তা গ্যারান্টি মানেই প্রথমত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা। চুক্তিপত্রটি ১০০ শতাংশ প্রস্তত এবং আমরা আমাদের অংশীদারদের কাছ থেকে এখন এটি স্বাক্ষরের তারিখ ও স্থান নিশ্চিত করার অপেক্ষায় আছি।”
তিনি আরো জানান, স্বাক্ষরের পর চুক্তিপত্রটি অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেস এবং ইউরোপীয় পার্লামেন্টে পাঠানো হবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘোষণাটি এমন সময়ে এলো যখন প্রথমবারের মতো আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে সরাসরি আলোচনা চলছে।
গত শুক্রবার ও শনিবার আবুধাবিতে ইউক্রেনীয় ও রুশ আলোচকরা মার্কিন মধ্যস্থতায় প্রথমবারের মতো একটি ত্রিপক্ষীয় বৈঠকে বসেন। প্রায় চার বছর ধরে চলা যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের দেওয়া একটি ‘ফ্রেমওয়ার্ক’ বা রূপরেখা নিয়ে সেখানে আলোচনা হয়। যদিও এই বৈঠক থেকে তাৎক্ষণিক কোনো চূড়ান্ত চুক্তি আসেনি, তবে উভয় পক্ষই আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।
একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আগামী রবিবার আবুধাবিতে আবারো আলোচনার সম্ভাবনা রয়েছে।
জেলেনস্কি জানান, আবুধাবিতে মার্কিন প্রস্তাবিত ২০ দফার পরিকল্পনা এবং কিছু অমীমাংসিত ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে। তিনি বলেন, “আগে অনেক সমস্যা ছিল, এখন তা কমে এসেছে।”
জেলেনস্কি উল্লেখ করেন, রাশিয়া চাচ্ছে ইউক্রেন যেন তাদের পূর্বদিকের অঞ্চলগুলোর দাবি ছেড়ে দেয়- যা রাশিয়া পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার পর থেকেও দখল করতে পারেনি। তবে কিয়েভ তাদের অবস্থানে অনড় রয়েছে।
জেলেনস্কির মতে, “ভূখণ্ড ইস্যুতে ইউক্রেন ও রাশিয়ার অবস্থান সম্পূর্ণ ভিন্ন। আমেরিকানরা একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে। তবে আমেরিকানরাসহ সব পক্ষকেই আপস বা সমঝোতার জন্য প্রস্তুত থাকতে হবে।”