ইউরোপের ২৭ দেশের জোট তথা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ঐতিহাসিক একটি মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এ ঘোষণা দেন ভারতীয় প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা ও ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লেইন উপস্থিত ছিলেন। খবর রয়টার্সের।
ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, “প্রায় দুই দশক ধরে আলোচনার পর ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মধ্যে একটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।”
মোদি দাবি করেন, “বিশ্বজুড়ে মানুষ এটিকে সব চুক্তির মাতা বলছে। এই চুক্তি ভারতের ১.৪ বিলিয়ন মানুষ ও ইউরোপের লাখ লাখ মানুষের জন্য বড় সুযোগ নিয়ে আসবে। চুক্তিটি বিশ্বব্যাপী জিডিপির ২৫ শতাংশ এবং বিশ্ব বাণিজ্যের এক-তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে।”
মোদির মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্থিতিশীল সম্পর্কের বিপরীতে নিজেদের সুরক্ষিত রাখতেই ভারত ও ইউরোপীয় ইউনিয়ন এই পদক্ষেপ নিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ভারত-ইইউ শীর্ষ সম্মেলনে মোদি এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন চুক্তির বিস্তারিত তথ্য নিয়ে একটি যৌথ ঘোষণা দেবেন বলে ধারণা করা হচ্ছে।
ইইউ গত বছর ইন্দোনেশিয়া, মেক্সিকো ও সুইজারল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তির পর, সম্প্রতি দক্ষিণ আমেরিকান জোট মারকোসুরের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করার কয়েকদিন পরেই এবার ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করল।
এদিকে ভারতও একই সময়ে যুক্তরাজ্য, নিউজিল্যান্ড ও ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছে।
রয়টার্সের তথ্যানুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের প্রচেষ্টা ও ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক হুমকির প্রতিক্রিয়ায় দেশগুলো বর্তমানে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় এসব বাণিজ্য চুক্তির ঘটনা সামনে আসছে।
ট্রাম্প সাম্প্রতিক সময়ে ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। দেশ দুটির মধ্যে সম্পর্কের অবনতি হওয়ায় গত বছর ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ভেঙে যায়।