গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে বোমাবর্ষণের পর প্রথমবারের মতো ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে যে, ৭০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। শুক্রবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় গণহত্যা যুশুরু হওয়ার পর থেকে ইসরায়েল বারবার সাংবাদিক, ফিলিস্তিনি এবং গাজার কর্তৃপক্ষের নথিভুক্ত অঞ্চলে মৃত্যু ও ধ্বংসযজ্ঞের পরিমাণকে প্রত্যাখ্যান, অস্বীকার বা অবমূল্যায়ন করেছে। এটি মাঝে মাঝে নিহতদের নিজস্ব পরিসংখ্যান প্রকাশ করেছে, তারপর পরিবর্তন করেছে, একই সাথে ফিলিস্তিনি এবং গাজার কর্মকর্তাদের মৃত্যুর সংখ্যা, বিশেষ করে বেসামরিক নাগরিকদের নিহতের সংখ্যা অতিরঞ্জিত করার অভিযোগ করেছে।
তবে বৃহস্পতিবার একজন ইসরায়েলি সেনা কর্মকর্তা দেশটির সাংবাদিকদের জানিয়েছেন, সেনাবাহিনী স্বীকার করেছে যে যুদ্ধের সময় গাজায় প্রায় ৭০ হাজার মানুষ নিহত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলতি বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত কমপক্ষে ৭১ হাজার ৬৬২ জন নিহত হয়েছে। আরো হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ ব্যক্তিদের জাতীয় কমিটির মতে, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
ইসরায়েলি সামরিক বাহিনীর ওই জ্যেষ্ঠ কর্মকর্তা স্বীকার করেননি যে গাজায় নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক - বেশিরভাগই শিশু এবং মহিলা - অথবা শত শত অনাহারে মারা গেছেন এবং আরো হাজার হাজার গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।