ডেস্ক রিপোর্ট : পৃথিবীর সবচেয়ে প্রভুভক্ত প্রাণী হিসেবে কুকুরের সুনাম আছে। বাড়ি পাহারা দেওয়া থেকে শুরু করে প্রভুর নানা ধরনের উপকার করে থাকে এ প্রাণী। তাই অনেকেই বাড়িতে কুকুর পোষেণ। এমনই একজন যুক্তরাজ্যের নর্দাম্পটনশায়ারের ডাভেনট্রির অলিসিয়া পার্ক। তবে তিনি কী আর জানতেন ‘দুধ-কলা দিয়ে কুকুর পুষছেন’।
স্বামী পরিত্যক্তা অলিসিয়া ছয় মাস বয়সী কন্যাশিশু ও মাকে নিয়ে থাকতেন। নিরাপত্তার কথা ভেবে বাড়িতে রেখেছিলেন একটি কুকুর। তবে ভাগ্যের নির্মম পরিহাস, সেই কুকুরই তার শিশুসন্তানের প্রাণ কেড়ে নিল। একই সঙ্গে তার মাকেও কামড়ে ক্ষতবিক্ষত করে দিল।
শনিবার অলিসিয়া কর্মস্থলে যাওয়ার পর নাতনিকে নিয়ে বাড়িতে ছিলেন অলিসিয়ার মা। বিকেলের দিকে কুকুরটি তাদের ওপর হামলে পড়ে। অলিসিয়ার কন্যাশিশুকে নৃশংসভাবে কামড়ে তার শরীরের বিভিন্ন অংশ ছিঁড়ে ফেলে। ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। শিশুটিকে বাঁচাতে এসে তার নানিও কুকুরের হামলার শিকার হন।
খবর পেয়ে পুলিশ এসে কুকুরটিকে হত্যা করে। পুলিশের ধারণা, কুকুরটি অবৈধভাবে প্রজননকৃত পিট বুল প্রজাতির।
তথ্যসূত্র : ডেইলি মেইল
রাইজিংবিডি/ঢাকা/৫ অক্টোবর ২০১৪/সাইফুল/এএ