আইন ও অপরাধ

নড়াইলে পুলিশি হামলায় ২ সাংবাদিক আহত

নড়াইল প্রতিনিধি : নড়াইল শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশি হামলার শিকার হলেন চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি ইমরান হোসেন এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি আল আমিন।শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী চত্বরে এ ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় আল আমিনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, চ্যানেল নাইনের প্রতিনিধি ইমরান হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।এ ঘটনায় অভিযুক্ত পুলিশ কনস্টেবল শোয়েবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।আহত সাংবাদিক ইমরান জানান, শুক্রবার বিকেল থেকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। এ সংবাদ সংগ্রহ করতে সন্ধ্যার দিকে সাংবাদিক ইমরান ও আল আমিন শিল্পকলা একাডেমীর হলরুমে ঢুকতে গেলে সাদাপোশাকের পুলিশ কনস্টেবল শোয়েবের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশ সদস্য শোয়েব দাম্ভিকতার সঙ্গে বলেন, ‘পুলিশ হচ্ছে লাইসেন্সধারী মাস্তান।’ এরপর সাংবাদিক ইমরান ও আল আমিনকে এলোপাতাড়ি মারধর করেন তিনি।  এদিকে, এ ঘটনার পর নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবদুল্লাহ আল মাসুদ আহত সাংবাদিকদের নড়াইল সদর হাসপাতালে দেখতে যান। এ সময় পুলিশ সুপার জানান, সাংবাদিকের ওপর হামলা ও মারধরের অভিযোগে কনস্টেবল শোয়েবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

 

রাইজিংবিডি/নড়াইল/১ আগস্ট ২০১৫/ফরহাদ খান/সুমন মুস্তাফিজ/এএন