আইন ও অপরাধ

মানহানি মামলায় দুই সাংবাদিকের জামিন

নিজস্ব প্রতিবেদক : মানহানির মামলায় দৈনিক সকালের খবরের বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম সবুজ ও পিটিবিনিউজ২৪.কম এর সহযোগী সম্পাদক তুসার রেহমানকে জামিন দিয়েছেন আদালত।সোমবার ঢাকা মহানগর হাকিম শামছুল আরেফীনের আদালতে তারা হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।

 

আদালতে আসামীপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এনামুল হক মোল্লা। তাকে সহায়তা করেন জুলফিয়া জলিল, মো. জাহাঙ্গীর হোসেন পাটওয়ারাী ও মো. সিরাজুল হক দরানী। বাদীপক্ষে ছিলেন খান মো. পীর-ই আযম আকমল।

 

প্রসঙ্গত, একটি সরকারি সংস্থার ৩০ কোটি টাকার ৬টি ওয়ার্কবোর্ট ক্রয় প্রক্রিয়ায় অনিয়মের খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ার পর বিষয়টির তদন্ত চেয়ে নিরাপদ সড়ক ও নৌপথ বাস্তবায়ন জোটের সদস্য সচিব সাংবাদিক রফিকুল ইসলাম সবুজ নৌ পরিবহনমন্ত্রী বরাবর আবেদন করেন।

 

একই বিষয়ে প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইনি নোটিশ পাঠান সিটিজেনস রাইটস মুভমেন্টের মহাসচিব সাংবাদিক তুসার রেহমান।

 

এ ঘটনায় সংক্ষুব্ধ হয়ে দরপত্রে অংশগ্রহণকারী ‘ভোস্তা এলএমজি কর্ণফুলী জয়েন্ট ভেঞ্চার কনসোর্টিয়াম লিমিটেড’ এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রশীদ মূখ্য মহানগর হাকিম আদালতে মানহানি মামলা  দায়ের করেন।

     

রাইজিংবিডি/ঢাকা/৫ অক্টোবর ২০১৫/মেহেদী/নওশের