আইন ও অপরাধ

বিএফইউজের সভাপতি হলেন মনজুরুল আহসান বুলবুল

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের উপ-নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মনজুরুল আহসান বুলবুল। শুক্রবার রাতে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক আবু তাহের। এর আগে জাতীয় প্রেসক্লাবে সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। মাঝখানে জুমার নামাজ ও খাবার বিরতি থাকে এক ঘণ্টা।ভোটের লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন তিনজন। এরা হলেন একুশে টেলিভিশনের সিইও মনজুরুল আহসান বুলবুল, ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সিটি এডিটর আবদুল জলিল ভূঁইয়া ও বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ অশোক চৌধুরী। বিএফইউজের সভাপতি আলতাফ মাহমুদের মৃত্যুতে এ পদটি ফাঁকা হয়।  মনজুরুল আহসান বুলবুল এর আগেও বিএফইউজের সভাপতি ও মহাসচিব ছিলেন। ২০১৫ সালের ২৭ নভেম্বর বিএফইউজের দুই বছর মেয়াদী কমিটিতে আলতাফ মাহমুদ সভাপতি নির্বাচিত হন। গত ২৪ জানুয়ারি তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ জুলাই ২০১৬/এমএন/বকুল