আইন ও অপরাধ

শিক্ষা ডটকমের সম্পাদকের জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : দৈনিক শিক্ষা ডটকমের সম্পাদক সিদ্দিকুর রহমান খানকে জামিন দিয়েছেন সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল।

 

মঙ্গলবার শুনানি শেষে ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক আতাউর রহমান তার জামিন মঞ্জুর করেন।

 

সিদ্দিকুর রহমানের পক্ষে জামিনের শুনানি করেন মবিনুল ইসলাম।

 

গত ২ সেপ্টেম্বর সিদ্দিকুর রহমানের রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা সিএমএম আদালত।

 

প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর শিক্ষাভবন থেকে সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। রাজধানীর রমনা থানায় আইসিটি আইনের একটি মামলায় সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

 

ঢাকা শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ফাহিমা খাতুন গত ২৯ আগস্ট তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

 

মামলার অভিযোগে বলা হয়েছে, ফাহিমা খাতুন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান থাকাকালীন নানা অনিয়ম করেছেন, উল্লেখ করে দৈনিক শিক্ষা ডটকমে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

 

মামলায় আরো বলা হয়, অবসর শেষে দাপ্তরিক কাজ গুছিয়ে নিকটাত্মীদের সঙ্গে পরামর্শ করে মামলা দায়ের করতে বাদীর বিলম্ব হয়েছে।

 

ফাহিমা খাতুন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের বোন এবং ব্রাক্ষ্মণবাড়িয়ার সংসদ সদস্য ওবায়দুল মোক্তাদির চৌধুরীর স্ত্রী।

   

রাইজিংবিডি/ঢাকা/৬ সেপ্টেম্বর ২০১৬/এমএ খান/রফিক