আইন ও অপরাধ

কাস্টমস কমিশনার নুরুল ইসলাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সদস্য ও  মংলা কাস্টম হাউসের প্রাক্তন কমিশনার মো. নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রসাধনী পণ্য আমদানির আড়ালে সাড়ে ৪ কোটি টাকা বিদেশে পাচারের মামলায় রোববার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের পরিচালক মীর জয়নুল আবেদিনের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করছেন। মো. নুরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে  ২০১১ সালের ৪ জুলাই  মংলা (বাগেরহাট) থানায়  মামলা দায়ের করা হয়।  মামলার অন্যান্য আসামিরা হলেন- মেসার্স মিডিয়া এন্টারপ্রাইজের মালিক হুমায়ন কবীর, বরগুনার আমতলী থানার বাসিন্দা আবুল কালাম আজাদ, মেসার্স প্রফেসি শিপিং লাইন্সের মালিক জুলফিকার মালেক ও একই প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুর রাজ্জাক। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর আসামিরা পারস্পরিক যোগসাজসে মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিয়ে মেসার্স মিডিয়া এন্টারপ্রাইজের নামে পূবালী ব্যাংক লিমিটেড, খুলনা শাখায় এলসি খুলে (এলসি নং- ০২১১০৯০১০০৮১)  ৪ হাজার ৫৫ দশমিক ৫৬ মার্কিন ডলার মূল্যের সাবান ও বডি স্প্রে জাতীয় প্রসাধনী পণ্য দুবাই থেকে আমদানি করে। কিন্তু মংলা বন্দর দিয়ে ওই পণ্য আমদনির আড়ালে আসামিরা অবৈধভাবে ২৪ হাজার ২৪০ বোতল অনুমোদনবিহীন বিভিন্ন প্রকার বিদেশি মদসহ দুই কন্টেইনার ভর্তি ইলেক্ট্রনিক ও অন্যান্য পণ্য আমদানি করে। এভাবে আসামিরা মংলা বন্দর দিয়ে ঘোষণা বহির্ভূত মালামাল আমদানি করে ৪ কোটি ৫০ লাখ টাকা অন্যায়ভাবে বিদেশে পাচার করে  দেশের ক্ষতিসাধন করেছেন। দুদকের অনুসন্ধানে বিষয়টি প্রমাণিত হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/১৬ অক্টোবর ২০১৬/এম এ রহমান/রফিক