আইন ও অপরাধ

ঘুষ গ্রহণকালে ভূমি সহকারী কর্মকর্তা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ঘুষ গ্রহণকালে ভূমি অফিসের  সহকারী কর্মকর্তা  রতন কিশোর দাশকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

মঙ্গলবার ময়মনসিংহ জেলার তাড়াকান্দা উপজেলার রামপুর ভূমি অফিস থেকে দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে একটি বিশেষ টিম গ্রেপ্তার করে।

 

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন।

 

দুদক সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার তাড়াকান্দা উপজেলার রামপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা রতন কিশোর দাস নামজারি মোকাদ্দমা নিষ্পত্তি ও খাজনার রসিদ প্রদানের জন্য  মো. এনামুল হকের নিকট থেকে আট হাজার টাকা ঘুষ দাবি করেন। একইসঙ্গে দাবিকৃত টাকা না দিলে খাজনার রসিদ প্রদান করা  হবে না  বলে জানিয়ে দেন।

 

বিষয়টি দুদককে অবহিত করলে অভিযোগ সংশ্লিষ্টকে গ্রেপ্তারের জন্য দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে ছয় সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়।

 

আজ মঙ্গলবার ঘুষ হিসেবে ৮ হাজার টাকা দেওয়ার সময় রতন কুমার দাসকে  হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুদুর রহমান  বাদী হয়ে  তাড়াকান্দা  থানায় একটি মামলা করেন।

   

রাইজিংবিডি/ঢাকা/১৫ নভেম্বর ২০১৬/এম এ রহমান/সাইফ