আইন ও অপরাধ

ঘুষ গ্রহণকালে বন কর্মকর্তা আটক

নাটোর প্রতিনিধি : সামাজিক বনায়ন কর্মসূচির উপকারভোগীদের অর্থ পরিশোধে ঘুষ গ্রহণকালে বড়াইগ্রাম উপজেলা বন কর্মকর্তা মো. নাবিউল ইসলাম গাজীকে হাতেনাতে আটক করা হয়েছে।

 

মঙ্গলবার দুপুরে দুর্নীতি দমন কমিশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা অভিযান চালিয়ে তাকে তার অফিস থেকে আটক করেন।

 

দুদক রাজশাহী কার্যালয়ের উপসহকারী পরিচালক আরিফ হোসেন জানান, বড়াইগ্রামের জোয়ারী ইউনিয়নের সামাজিক বনায়ন কর্মসূচির বিক্রয়কৃত গাছের মূল্য বাবদ এলাকার উপকারভোগীদের পাঁচ লাখ টাকা পাওনা ছিল। এই অর্থ পরিশোধে উপজেলা বন কর্মকর্তা উপকারভোগীদের কাছে ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন।

 

জোয়ারী এলাকার জনৈক আলমগীর হোসেন বিষয়টি দুদক রাজশাহী কার্যালয়কে অবহিত করেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আলমগীর হোসেন উপজেলা বন কর্মকর্তা নাবিউল ইসলামকে তার দাবিকৃত ঘুষের অর্থ পরিশোধ করার সময় দুদক হাতেনাতে তাকে আটক করেন।

 

বড়াইগ্রাম থানা অফিসার ইনর্চাজ (ওসি) শাহরিয়ার খান জানান, নাবিউল ইসলামকে থানায় হস্তান্তর করে দুদক রাজশাহী কার্যালয়ের উপপরিচালক শেখ ফাইয়াজ আলম বাদী হয়ে মামলা করেছেন।

   

রাইজিংবিডি/নাটোর/৬ ডিসেম্বর ২০১৬/আরিফুল ইসলাম/রিশিত