আইন ও অপরাধ

৭৯ প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় দেশের বিভিন্ন স্থানে ভেজালবিরোধী অভিযান চালিয়েছে। অভিযানে ৭৯টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, সোমবার অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় ঢাকা মহানগর, জামালপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, রংপুর, চট্টগ্রাম, বগুড়া, সুনামগঞ্জ, ঝিনাইদহ, বাগেরহাট, নওগাঁ, পাবনা, চাঁদপুর, কুড়িগ্রাম, ভোলা, বরিশাল, নাটোর ও খুলনায় জেলায় বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

 

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, ওজনে কারচুপি, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণসহ বিভিন্ন অপরাধে তাদের জরিমানা করা হয়।

 

তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়েছে।

 

সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও জেলা পুলিশ, কৃষি অফিসার, কৃষি তথ্য অফিসার, স্যানিটারি ইন্সপেক্টর এবং ক্যাব এসব তদারকি কাজে সহায়তা করেন।

 

রাইজিংবিডি/ঢাকা/৬ ডিসেম্বর ২০১৬/আশরাফ/হাসান/বকুল