আইন ও অপরাধ

চট্টগ্রামে পাঁচ জঙ্গি সদস্য ৯ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্নেলহাট এলাকা থেকে গ্রেপ্তারকৃত হরকাতুল জিহাদের(হুজি) পাঁচ সদস্যকে ৯ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

সোমবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন।

 

হুজি সদস্যরা হলো তাজুল ইসলাম, নাজিম উদ্দিন, আবু জার গিফারী, নুরে আলম ও ইবতেশাম আহাম্মেদ।

 

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, পাঁচ জঙ্গি সদস্যকে তিনটি পৃথক মামলায় প্রত্যেকের ৭ দিন করে মোট ২১ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। আদালত শুনানি শেষে তিন মামলায় প্রত্যেককে তিনদিন করে মোট ৯ দিন রিমান্ড মঞ্জুর করেন।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী মুকিত তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে একটি ভাড়া বাসা থেকে হুজির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

 

পরে তাদের বিরুদ্ধে আকবর শাহ থানায় অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে পৃথক তিনটি মামলা করে র‌্যাব।

   

রাইজিংবিডি/চট্টগ্রাম/১২ ডিসেম্বর ২০১৬/রেজাউল/রুহুল