আইন ও অপরাধ

রাজনৈতিক জোট গঠনের বিরুদ্ধে রিটের শুনানি শুরু

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক জোট গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শুরু হয়েছে।

 

বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চে প্রথম দিনের শুনানি নিয়ে আদালত মুলতবি করেন।

 

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

 

তাপস কুমার বলেন, ‘আজ রিট আবেদনটির ওপর শুনানি হয়েছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে রিট আবেদনটি শুনানির জন্য আবার কার্যতালিকায় আসবে।’

 

এর আগে গত ১১ ডিসেম্বর রাজনৈতিক জোট গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

 

রিট আবেদনে নির্বাচনের আগে ১৪ দল ও ২০ দল নামে জোট গঠন কেন অবৈধ হবে না- এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

 

এ ছাড়া নবম ও দশম জাতীয় সংসদে রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুর কাস্তে ও মশালের পরিবর্তে নৌকায় অংশ গ্রহণ কেন অবৈধ হবে না- এই মর্মেও রুল চাওয়া হয়েছে।

 

আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, স্পিকার, ১৪ দল ও ২০ দলের প্রধানসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

   

রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর ২০১৬/মেহেদী/এসএন