আইন ও অপরাধ

ব্লগার নিলয় হত্যা মামলার প্রতিবেদন ৯ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক : ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় ওরফে নিলয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। সোমবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ মাহমুদুর রহমান প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ধার্য করেন। এর আগেও কয়েক দফায় প্রতিবেদন দাখিলের জন্য সময় নিয়েছেন তদন্ত কর্মকর্তা। প্রসঙ্গত, গত বছর ৭ আগস্ট রাজধানীর গোড়ানে বাসায় ঢুকে নীলাদ্রি চট্টোপাধ্যায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিলয়ের স্ত্রী আশামনি অজ্ঞাত চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাইজিংবিডি/ঢাকা/৯ জানুয়ারি ২০১৭/এমএ খান/মুশফিক