আইন ও অপরাধ

মিতু হত্যা: খালাত দেবরকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চাঞ্চল্যকর মিতু হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে প্রাক্তন পুলিশ কর্মকর্তা ও মিতুর স্বামী বাবুল আক্তারের খালাত ভাই সফি উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগর ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ও নগর ডিবি পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. কামরুজ্জামান। এর আগে রোববার মিতুর খালাত ভাই মফিজুল ইসলামকেও ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা দুইজনই নগরীর সিইপিজেড এলাকায় গার্মেন্টস কারখানায় কর্মরত দীর্ঘদিন ধরে। সেই সুবাদে মিতুর বাসায় তাদের যাতায়াত ছিল বলে তদন্ত কর্মকর্তা জানান। তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, বাবুল আক্তার এবং মিতুর দূর-সম্পর্কের দুই ভাইকে জিজ্ঞাসাবাদ করেছেন। তাদের কাছ থেকে তেমন তথ্য পাওয়া যায়নি। তারা আত্মীয় হিসেবে প্রায় সময় বাবুল আক্তারের বাসায় যেতেন বলে জানান। গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের ও আর নিজাম রোডে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয় মাহমুদা আক্তার মিতুকে। মিতুর স্বামী বাবুল আক্তার তখন পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। রাইজিংবিডি/চট্টগ্রাম/১০ জানুয়ারি ২০১৭/রেজাউল/বকুল