আইন ও অপরাধ

দুই সন্তানসহ মায়ের ময়নাতদন্ত সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দারুস সালামের দিয়া বাড়ি এলাকার গৃহবধূ আনিকা ও তার দুই সন্তানের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে তাদের ময়নাতদন্ত কাজ শুরু করা হয়। শেষ হয় দুপুর ২টায়। ময়নাতদন্ত সম্পন্ন করেন ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস। পরে সাংবাদিকদের তিনি বলেন, দুই শিশুর গলা কাটা ছিল। মা আনিকার গলায়ও দাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি দুই শিশুকে ধারালো কিছু দিয়ে হত্যা করা হয়েছে ও মা আত্মহত্যা করেছেন। তবে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে সবকিছু বলতে অপারগতা প্রকাশ করেন ডা. প্রদীপ বিশ্বাস। প্রসঙ্গত, গতকাল বিকেলে রাজধানীর দারুস সালম থানার দিয়াবাড়ি এলাকার ২৯/১ নম্বর টিন শেডের একটি বাসা থেকে শিশু শামীমা (৫) ও আব্দুল্লাহর (২) গলাকাটা এবং তাদের মা আনিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

   

রাইজিংবিডি/ঢাকা/১১ জানুয়ারি ২০১৭/আহমদ নূর/বি চৌধুরী/এসএন