আইন ও অপরাধ

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্কুলমাঠে মার্কেট নির্মাণে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের চন্দনাইশের বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত মাঠে মার্কেট নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মার্কেট নির্মাণে বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। মঙ্গলবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ  এই আদেশ দেন। এ ছাড়া মার্কেট নির্মাণ করতে গিয়ে ভেঙে ফেলা স্কুলের সীমানা প্রাচীরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আশরাফুল হাদী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান। আগামী চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, পরিকল্পনা সচিব, শিক্ষা সচিব, এলজিইডির প্রধান প্রকৌশলী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও স্কুলের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এ বিষয়ে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে হয়। এর আগে গত ১৬ জানুয়ারি মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ রিট করেন। রাইজিংবিডি/ঢাকা/১৭ জানুয়ারি ২০১৭/মেহেদী/ইভা