আইন ও অপরাধ

চট্টগ্রামে এজলাস ভাঙচুর : সুপ্রিম কোর্টের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : মানবপাচার মামলায় চট্টগ্রামের এক আইনজীবী ও তার স্ত্রীকে জামিন না দেওয়ার ঘটনায় চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের এজলাস কক্ষে ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামের নেতৃত্বে গঠিত এই কমিটিতে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজকে সদস্য সচিব ও চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুসেইন মোহাম্মদ সাজ্জাদকে কমিটির সদস্য করা হয়েছে। তদন্ত শেষ করে কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে বলে জানিয়েছেন কমিটির সদস্য সচিব সাব্বির ফয়েজ। প্রসঙ্গত, গত বুধবার চট্টগ্রামে মানবপাচার আইনে করা একটি মামলায় গ্রেপ্তার হওয়া এক আইনজীবী ও তার স্ত্রীর জামিন আবেদন নামঞ্জুর করলে বিক্ষুব্ধ আইনজীবীরা এজলাসে ভাঙচুর, মামলার নথি তছনছ ও বিচারকের খাস কামরার বাইরের জানালার কাচ ভাঙচুর করেন।

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ জানুয়ারি ২০১৭/মেহেদী/সাইফুল