আইন ও অপরাধ

পোস্ট অফিসে গ্রাহকের ব্যাগ থেকে লাখ টাকা খোয়া

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার প্রধান ডাকঘর থেকে দুই গ্রাহকের এক লাখ টাকা খোয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে দুইজনের ব্যাগ থেকে আলাদাভাবে টাকাগুলো চুরি হয়। পোস্ট অফিসে আসা সালেহা বেগম বলেন, ‘পোস্ট অফিসে গচ্ছিত রাখার জন্য দুটি ব্যাগে দেড় লাখ টাকা নিয়ে আসি। কাউন্টারে গিয়ে কথা বলার ফাঁকে কৌশলে ব্যাগের চেইন খুলে ৫০ হাজার টাকার একটি বান্ডিল নিয়ে যায়।’ তিনি অভিযোগ করেন, পোস্ট অফিসের কেউ এ চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, সদর উপজেলার গোয়ালকান্দা গ্রাম থেকে আসা রনজিত খরাতি বলেন, ‘পোস্ট অফিসে ছয় বছর মেয়াদে গচ্ছিত রাখার জন্য ৫০ হাজার টাকা নিয়ে আসি। ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে কথা বলার পরে টাকা জমা দিতে গিয়ে ব্যাগে হাত দিয়ে দেখি টাকা নেই এবং ব্যাগটি ধারালো কোনো অস্ত্র দিয়ে কাটা।’ ঝালকাঠি পোস্ট অফিসের পোস্টম্যান মো. হাবিবুর রহমান (রেজিস্ট্রি অপারেটর) বলেন, ‘ভদ্র মহিলা আমার সঙ্গে কথা বলার পরে আমি নিচে নামি। উপরে উঠতে গিয়ে শুনি তার টাকা নিয়ে গেছে।’  জেলা প্রধান ডাকঘরের কর্মকর্তা (পোস্ট মাস্টার) মো. দেলোয়ার হোসেন বলেন, ‘কাউন্টারের বাহির থেকে দুইজনের ব্যাগ থেকে এক লাখ টাকা খোয়া গেছে বলে আমি শুনেছি। তবে সেটা কাউন্টারের বাহির থেকেই হয়েছে। একটি চক্র পরিকল্পিতভাবে এ ধরনের কাজ করে থাকে।’ কোনোভাবেই অফিসের কোনো স্টাফ এর সঙ্গে জড়িত না- বলে তিনি জানান। রাইজিংবিডি/ঝালকাঠি/২২ জানুয়ারি ২০১৭/অলোক সাহা/বকুল