আইন ও অপরাধ

ধর্ষণের ভিডিও : জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : তুরাগ নদীর তীরে বেড়ানোর কথা বলে নিয়ে এক পোশাক কর্মীকে পালাক্রমে ধর্ষণ করে তার ভিডিও ধারণের ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। মঙ্গলবার বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি এস এইচ মো. নুরুল হুদা জায়গীরদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আনোয়ারা শাহজাহান।  তিনি বলেন, ধর্ষণের শিকার সেই পোশাক কর্মীকে খুঁজে বের করে ঢাকা সিএমএম আদালতে নিয়ে তার জবানবন্দি রেকর্ড করতে আশুলিয়া থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। ‘ধর্ষণ করে ভিডিও ধারণ’ শিরোনামে একটি রেডিও স্টেশনে প্রচারিত প্রতিবেদন নজরে নিয়ে আদালত উপরোক্ত আদেশ দেন। আইজিপি, ঢাকা জেলার এসপি ও আশুলিয়া থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি ঢাকার এসপি ও আশুলিয়া থানার ওসিকে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এবং রেডিও ধ্বনিতে প্রচারিত রেকর্ডটিও দাখিল করতে বলেছেন আদালত। আনোয়ারা শাহজাহান বলেন, বেশকিছু দিন পূর্বে এক পোশাক কর্মী রনি নামে তার বন্ধুর সঙ্গে আশুলিয়ার তুরাগ নদীর তীরে ঘুরতে যায়। রনিসহ তার বেশ কয়েকজন বন্ধু মিলে তাকে নৌকায় নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং তা ভিডিও ধারণ করে। এ বিষয়ে মুখ খুললে ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে বলেও হুমকি দেয়। এ ঘটনার বেশ কিছুদিন পর একটি বেসরকারি রেডিও অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে। যা শুনে সুপ্রিমকোর্টের আইনজীবী এসএম রেজাউল করিম বিষয়টি আদালতের নজরে আনেন। রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৭/মেহেদী/মুশফিক